৮নং ওয়াডে অবস্থিত।
সিলেট থেকে ২০ কি.মি. দূরে সিলেট তামাবিল মহাসড়কের বাম পাশ্র্ হরিপুর উৎলারপার স্থান। গ্যাস কূপ নং ৭ এর সম্মুখ দিয়ে রাস্তা চলে গেছে। ছোট মাইক্রো, কিংবা মোটর সাইকেল দিয়ে উক্ত রাস্তায় চলাফেরা করা উত্তম। ৭নং গ্যাস কূপ থেকে পায়ে হেটেও উক্ত স্থানে যায় যায়।
0
হযরত মাওলানা আহমদ আলী শাহ (রহঃ) এর মাজার সংলগ্ন উল্লেখিত স্থান। যেখানে ১ ও ২নং গ্যাস কূপ পরিত্যাক্ত হিসেবে আছে। উল্লেখিত স্থানের সর্বত্র ছোট ছোট টিলা ঘেরা পরিবেশ। এখানে টিলার মধ্যে গ্যাস জ্বলা এবং একটি কূপের মধ্যে পানি উত্তোলিত অবস্থায় দেখা যায়। প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য মানুষ এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস