গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় ও হীড বাংলাদেশ এর যৌথ অংশীদারিত্বে লামা শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচীর অংশ হিসেবে এক ওরিয়েন্টশন অনষ্টিত হয়। গতকাল শনিবার দুপুর ১১:০০ ঘটিকার সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহিবুল হকের সভাপতিত্বে অনুষ্টিত হয় উক্ত সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ। সভায় হীড বাংলাদেশের কর্মকর্তাগণ ম্যালেরিয়া রোধে তাদের কর্মসূচীর ব্যাখ্যা প্রদান করেন এবং সবাইকে সচেতনতার মাধ্যমে ম্যালেরিয়ার চিকিৎসা নেওয়ার জন্য আহবান করেন। অত্র এলাকার নতুন স্বাস্থ্য কর্মী হিসেবে নিযুক্ত হাজিরা বেগমকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন অত্র ইউ/পির ৬নং ওয়ার্ডের সদস্য মাহমুদ আলী ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যা মমতা বেগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস