সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দক্ষিন পশ্চিম পার্শ্বে অবস্থিত সবুজ শস্য ও প্রাকৃতিক সেৌন্দর্যের লীলাভূমি ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ। ১৯৬০ইং সনে অত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। জনাব আব্দুর রশিদ অত্র ইউনিয়নের ১৪তম চেয়ারম্যান। অত্র ইউনিয়নের সংক্ষিপ্ত পরিচিতি নিম্নে তুলে ধরা হলোঃ
০১। উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দুরত্ব : সড়কপথে ১৮কিঃ মিঃ।
০২। আয়তন :৩০ বর্গ কিঃ মিঃ।
০৩। সীমানা :পূর্বে কানাইঘাট উপজেলা, পশ্চিমে- গোয়াইনঘাট উপজেলা উত্তরে ৬নং চিকনাগুল ইউ/পি এবং দক্ষিনে ৪নং দরবসত্ম ইউ/পি।
০৪। ইউ/পি চেয়ারম্যানের নাম ও মোবাইল নম্বর :মোঃ আব্দুর রশিদ, মোবাঃ-০১৭৩৩ ৫৬৩১১৩।
০৫। ইউ/পি সচিবের নাম ও মোবাইল নম্বর :মোঃ মোয়াজ্জম হোসেন লস্কর , মোবাইল-০১৭১২ ৫৩০৮৭২।
০৬। মৌজার সংখ্যা : ১৬টি।
০৭। গ্রামের সংখ্যা ও নাম : ২৩টি, ১) হেমু মাঝপাড়া ২) হেমু দত্তপাড়া ৩) পনাটুক ৪) পাখিটেকি ৫) নয়াগ্রাম দক্ষিন ৬) হেমু ভাটপাড়া ৭) হেমু মোকামপাড়া ৮) হেমু নমঃশুদ্রপাড়া ৯) হেমু মাঝরটুল ১০) হেমু হাউদপাড়া ১১) হেমু জোয়াইরটুল ১২) ভেলোপাড়া ১৩) লামা শ্যামপুর ১৪) কাইতগ্রাম ১৫) উত্তর বাগেরখাল ১৬) দক্ষিন বাগেরখাল ১৭) দলইপাড়া ১৮) উপর শ্যামপুর ১৯) পূর্ব বালিপাড়া ২০) পশ্চিম বালিপাড়া ২১) হরিপুর ২২) চাঁন্দঘাট ২৩। শিকার খাঁ।
০৮। জনসংখ্যা : মোট ৩৩,০০০জন, পুরুষ ১৮,০০০জন, মহিলা ১৫,০০০জন।
০৯। খানা সংখ্যা : ৪,০৫০টি।
১০। ভোটার সংখ্যা : ১৩,০০০জন (প্রায়)।
১১। জমির পরিমান একরে : ৭,৪৫০ একর, কৃষি ৫,৬৬১ একর, অকৃষি ১,৭৮৯ একর।
১২। নলকূপের সংখ্যা : গভীর ০১টি, অগভীর ১৯৯টি।
১৩। শিক্ষার হার : ৬০%।
১৪। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : সরকারী ৫টি, বেসরকারী ০৩টি, কমিউনিটি ০০টি।
১৫। নিমণ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ০১টি।
১৬। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : সরকারী ০০টি, বেসরকারী ০১টি।
১৭। কলেজের সংখ্যা : সরকারী ০০টি, বেসরকারী ০০টি।
১৮। মাদ্রাসার সংখ্যা : আলীয়া ০১টি, কওমী ১৩টি, অন্যান্য ০০টি।
১৯। ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা : মসজিদ ৪৭টি, মন্দির ০৫টি, অন্যান্য ০০টি।
২০। রাস্তা ও সড়কের পরিমান : পাকা ১০কিঃ মিঃ, এইচবিবি ১.৫কিঃ মিঃ, কাচা ২৫ কিঃ মিঃ।
২১। সায়রাত মহালের সংখ্যা : হাটবাজার ০১টি, বালুমহাল ০০টি, জলমহাল ০০টি, পাথর মহাল ০০টি। অন্যান্য ০০টি।
২২। জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকার হার (জনু/১৪) : ৩৪,৫৭৩জন ও ১০০%।
২৩। স্বাস্থ্য সম্মত সংখ্যা ও শতকরা হার (জুন/১২) : ২,৫০০ জন, ৬২%।
২৪। সক্ষম দম্পতির সংখ্যা : ৪,৩১৬জন।
২৫। পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতির সংখ্যা
ও শতকরা হার (জুন/১২) : ৩,২৩৭জন, ও ৭৫%।
২৬। ব্যাংকের শাখার সংখ্যা ও নাম : ১টি।
গ্রামীণ ব্যাংক, হরিপুর শাখা।
এছাড়াও রয়েছে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস